Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জেলা শিক্ষা অফিস, নীলফামারী।
বিস্তারিত

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রচলিত শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ণ একান্ত প্রয়োজন। এ উপলব্ধি থেকে একটি যুগোপযোগী আধুনিক বিজ্ঞানভিত্তিক গুণগত মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রবর্তনে বর্তমান সরকারের উদ্যোগ আজ সর্বমহলে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। শিক্ষার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে দক্ষমানব সম্পদে উন্নীত করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন। শিক্ষানীতিতে অন্যান্য স্তরের পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে তথ্যও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও জীবনমূখী দক্ষতানির্ভর শিক্ষাকে এ ক্ষেত্রে বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শ্রেণীকক্ষ স্থাপনে মাধ্যমিক শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষানিশ্চিত করার উদ্যোগগ্রহণ করা হয়েছে। এ সব উদ্যোগ বাস্তবায়নে জেলা শিক্ষা অফিসের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন ও যুগোপযোগী সময়ের চাহিদানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে শেখন-শেখানো অধিকতর ফলপ্রসূ করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা অঙ্গিকারাবদ্ধ। পরিচালনা পরিষদ, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, ও সুধিমহল সকলকে ওয়েবসাইট থেকে সেবা গ্রহণে আমন্ত্রণ জানাচ্ছি।