Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
উত্তরা ইপিজেড, নীলফামারী।
বিস্তারিত

উত্তরা ইপিজেড নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নে অবস্থিত। মোট আয়তন ২১৩.৬৬ একর। প্রতিষ্ঠা জুলাই, ১৯৯৯ এবং উদ্বোধন জুলাই, ২০০১। উত্তরা ইপিজেড থেকে সৈয়দপুর বিমানবন্দর ১৬ কিলোমিটার,  ঢাকা বিমানবন্দর ৪০৯ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর ৫৬৮ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ৬৮২ কিলোমিটার। উত্তরা ইপিজেড-এ বানিজ্যিক প্লট ১৮০ টি। বরাদ্দকৃত প্লট ১৩৮ টি। চালুকৃত প্লট ১২ টি। ৩৩ টি প্লট  উন্নয়নাধীন এবং ০৯ টি প্লট ফাঁকা আছে।উত্তরা ইপিজেড এ  এভারগ্রীন  প্রোডাক্টস ফ্যাক্টরী (বিডি) লিঃ (হংকং)- উইগ ও হেয়ার সামগ্রী,ওয়েসিস ট্রান্সফরমেশন লিঃ (ব্রিটেন)- কফিন, বাশ-বেত সামগ্রী, ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিঃ (চীন)- সানগ্লাস, অপটিক্যাল ফ্রেম, ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিঃ (চীন)- লেদার ব্যাগ, মানিব্যাগ, ওয়ালেট, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিঃ(বাংলাদেশ)- প্যান্ট-শার্ট, কোয়েস্ট এ্যাক্সেসরিজ লিঃ (বাংলাদেশ)- হ্যাংগার, পলিথিন, সুতার কোন, গার্মেন্টস এ্যাক্সেসরিজ, কেপি ইন্টারন্যাশনাল (বাংলাদশ)- সু্য়েটার,  এসএইন্টারন্যাশনাল (বাংলাদেশ)-সু্য়েটার, ফারদিন এ্যাক্সেসরিজ (বাংলাদেশ)-হ্যাংগার, পলিথিন, সুতার কোন, গার্মেন্টস এ্যাক্সেসরিজ, সনিক বাংলাদেশ লিঃ (চীন)- খেলনা, ডং জিন ইন্ডাস্ট্রিজ লিঃ (হংকং)-উইগ, উত্তরা সুয়েটার  ম্যানুফ্যাকচারিং কোঃ লিঃ (চীন-হংকং)- সুয়েটার, কার্টিগান উৎপাদন করে।ফেব্রুয়ারী, ২০১৪ পর্যন্ত প্রস্তাবিত বিনিয়োগ২৮৮.৭ মিলিয়ন মার্কিন ডলার এবং প্রকৃত বিনিয়োগ ৬৫.৫৫ মিলিয়ন মার্কিন ডলার, প্রকৃত রপ্তানী ৬৫.৫৫  মিলিয়ন মার্কিন ডলার, রপ্তানী লক্ষ্যমাত্রা (২০১৩-১৪) ৩০ মিলিয়ন মার্কিন ডলার,  প্রকৃত রপ্তানী ২০.০৮ মিলিয়ন মার্কিন ডলার, প্রস্তাবিত কর্মসংস্থান স্থানীয় ৫২,৭৫৭ জন, বিদেশী ১৯৬ জন, প্রকৃত কর্মসংস্থান স্থানীয় ১১,৩৪১ জন এবং বিদেশী ১৩৯ জন ।এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে উত্তরা ইপিজেড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। দেশী-বিদেশী অনেক  স্বনামধন্য বিনিয়োগকারী এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তাদের  উৎপাদিত  পণ্য বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।