Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবার ধাপ সমুহ
বিস্তারিত

জেলা শিক্ষা অফিসের মাধ্যমে যে সকল সেবা প্রদান করা হয় :

০১। কর্তৃপক্ষের নির্দেশে জেলার বেসরকারী নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক Iসকল মাদ্‌রাসার অনুমতি, স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন প্রতিবেদন স্ব-স্ব বোর্ডে প্রেরন করা হয়।

০২। সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রথম এমপিও ভুক্তির জন্য নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্যাদী ও মতামতসহ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি)-তে প্রেরণ।

০৩। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিও ভুক্তির কাগজপত্র যাচাই-বাছাই করে সুপারিশসহ মাউশিতে প্রেরন করা হয়।

০৪। বে-সরকারী স্কুল ও মাদ্‌রাসা শিক্ষক/কর্মাচারীদের বিএড স্কেল ও টাইম স্কেলের কাগজপত্র যাচাই বাছাই  করে সুপারিশসহ মাউশিতে প্রেরন করা হয়।  

০৫। কমিটি বিহীন বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার বিল উত্তোলনে প্রতিস্বাক্ষর প্রদান করা হয়।

০৬। বে-সরকারী স্কুল Iমাদ্‌রাসায় নবম, দশম শ্রেণীতে বিজ্ঞান, কম্পিউটার, কৃষি বিষয় খোলার পরিদর্শন প্রতিবেদন স্ব-স্ব বোর্ডে প্রেরন করা হয়।

০৭। ব্যানবেইস নির্দেশিত শুমারি/জরিপ, স্টাডি, তথ্যানুসন্ধান, কর্মশালা, ডাটা মনিটরিং, স্থানীয় প্রশিক্ষণ, ফোকাস গ্রুপ ডিসকাশন এবং কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার বিষয় নিশ্চিত করা হয়।

০৮। জেলা পযায়ে স্কুল/মাদ্‌রাসার গ্রীষ্মকালীন Iশীতকালীন খেলাধুলা পরিচালনা করা হয়।

০৯। জেলা কোটা অনুযায়ী তফসিলী উপবৃত্তি আবেদনপত্র সুপারিশ করা হয়।

১০। সরকারের নির্দেশনা মোতাবেক গৃহীত সহশিক্ষা কর্মসূচী বাস্তবায়ন মনিটরিং করা হয়।

১১। বে-সরকারী স্কুল ও মাদ্‌রাসা সমূহের শিক্ষক/কর্মচারীদের বেতন স্কেল পরিবর্তনের সুপারিশ করা হয়।

১২। বে-সরকারী স্কুল ও মাদ্‌রাসা সমূহের শিক্ষক/কর্মচারী নিয়োগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হয়।

১৩। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ক্লাষ্টারের আIতায় এনে পরিদর্শন জোরদার করন।

১৪। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক Iসহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

১৫। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নবম ও দশম শ্রেণী খোলার অনুমতি প্রদানের জন্য স্কুল ও মাদ্‌রাসা পরিদর্শন করে প্রতিবেদন স্ব-স্ব বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরন।

১৬। সময়ে সময়ে সরকার কর্তক গৃহীত উদ্ভাবনী কর্মসূচী বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ।


ডাউনলোড