Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

জেলা শিক্ষা অফিসের মাধ্যমে যে সকল সেবা প্রদান করা হয় :

 

১।   কর্তৃপক্ষের নির্দেশে জেলার বেসরকারী নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক Iসকল মাদ্রাসার অনুমতি, স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন প্রতিবেদন স্ব-স্ব বোর্ডে প্রেরন করা হয় ।

২।   সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রথম এমপিও ভুক্তির জন্য নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্যাদী ও মতামতসহ মহাপরিচালক মাউশিতে প্রেরন  ।

৩। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিও ভুক্তির কাগজপত্র যাচাই-বাছাই করে সুপারিশসহ মাউশিতে প্রেরন করা হয় ।

৪।   বে-সরকারী স্কুল ও মাদ্রাসা শিক্ষক/কর্মাচারীদের বিএড স্কেল ও টাইম স্কেলের কাগজপত্র যাচাই বাছাই  করে সুপারিশসহ মাউশিতে প্রেরন করা হয় ।  

৫। কমিটি বিহীন বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার বিল উত্তোলনে প্রতিস্বাক্ষর প্রদান করা হয় ।

৬। বে-সরকারী স্কুল Iমাদ্রাসায় নবম, দশম শ্রেণীতে বিজ্ঞান, কম্পিউটার, কৃষি বিষয় খোলার পরিদর্শন প্রতিবেদন স্ব-স্ব বোর্ডে প্রেরন করা হয় ।

৭।   ব্যানবেইস নির্দেশিত শুমারি/জরিপ, স্টাডি, তথ্যানুসন্ধান, কর্মশালা,ডাটা মনিটরিং, স্থানীয় প্রশিক্ষণ, ফোকাস গ্রুপ ডিসকাশন এবং কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার বিষয় নিশ্চিত করা হয় ।

৮। জেলা পযায়ে স্কুল/মাদ্রাসার গ্রীষ্মকালীন Iশীতকালীন খেলাধুলা পরিচালনা করা হয় ।

৯। জেলা কোটা অনুযায়ী তফসিলী উপবৃত্তি আবেদনপত্র সুপারিশ করা হয় ।

১০। সরকারের নির্দেশনা মোতাবেক গৃহীত সহশিক্ষা কর্মসূচী বাস্তবায়ন মনিটরিং করা হয় ।

১১। বে-সরকারী স্কুল ও মাদ্রাসা সমূহের শিক্ষক/কর্মচারীদের বেতন স্কেল পরিবর্তনের সুপারিশ করা হয় ।

১২। বে-সরকারী স্কুল ও মাদ্রাসা সমূহের শিক্ষক/কর্মচারী নিয়োগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হয় ।

১৩। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ক্লাষ্টারের আIতায় এনে পরিদর্শন জোরদার করন ।

১৪। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক Iসহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

১৫।  উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নবম ও দশম শ্রেণী খোলার অনুমতি প্রদানের জন্য স্কুল ও মাদ্রাসা পরিদর্শন করে প্রতিবেদন স্ব-স্ব বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরন ।

১৬। সময়ে সময়ে সরকার কর্তক গৃহীত উদ্ভাবনী কর্মসূচী বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ ।